রংপুরের কাউনিয়ার হারাগাছ ইউনিয়ন ভূমি কার্যালয় প্রাঙ্গণে অবৈধ দখলদারদের বসতবাড়ী ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত সহকারি কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট জেসমিন নাহারের নেতৃত্বে র্যাব-১৩ ও আরপিএমপি পুলিশের সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান করা হয়।
উচ্ছেদ অভিযানের ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) জেসমিন নাহার জানান, উপজেলার হারাগাছ পৌর শহরের সারাই গ্রাম এলাকায় ইউনিয়ন ভূমি কার্যালয়ের দুই একর দুই শতাংশ জায়গা কতিপয় অসাধু লোকজন দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে অর্ধশতাধিক বসতবাড়ী ও দোকানপাট নির্মাণ করেন। গড়ে উঠা অবৈধ স্থাপনা থাকার কারণে ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভবন নির্মাণ সম্ভব হচ্ছিল না।
তিনি বলেন, গত ২০১৭-১৮ অর্থ বছরে টেন্ডারের মাধ্যমে ৬৩ লাখ টাকা ব্যয়ে ভূমি কার্যালয়ের ভবন নির্মানের কার্যাদেশ দেয়া হয়। কিন্তু দখলদারদের গড়ে উঠা অবৈধ স্থাপনার কারণে ভবন নির্মাণ কাজ শুরু করা যায়নি। সরকারি জমিতে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য দখলদারদের একাধিক বার নোটিশ দিয়ে সরে যাওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু তারা স্থাপনা না সরিয়ে সরকারের উন্নয়ন বাঁধাগ্রস্থ করছে। আজ (মঙ্গলবার) সকাল থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ অর্ধশতাধিক স্থাপনা বসতবাড়ী ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এরপর আবারও যদি কেউ অবৈধভাবে স্থাপনা বাড়িঘর ও দোকানপাট নির্মান করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উচ্ছেদ অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমিকে) সার্বিকভাবে সহযোগিতায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে র্যাব-১৩ রংপুর সদর দপ্তরের ডিএডি আব্দুর রাজ্জাক, আরপিএমপি পুলিশ লাইনের এসআই সাইফুর ইসলামসহ একদল পুলিশ সদস্য অংশ নেয়।
বিডি প্রতিদিন/হিমেল