বরিশালে এক্স-রে বিল নির্ধারিত মূল্যের বেশি রাখায় বেলভিউ মেডিকেল সার্ভিসেস লিমিটেড নামে এক ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ মঙ্গলবার শুনানি শেষে এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া।
এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানার ২৫ ভাগ অর্থ (৫ হাজার টাকা) অভিযোগকারী কলেজ ছাত্রী উন্মে মারজান ছোয়াকে প্রদান করে কর্তৃপক্ষ। বেলভিউ মেডিকেল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান কাজী মফিজুল ইসলাম কামাল ও পরিচালক লিয়াকত আলী লিকু এ ধরণের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
কলেজ ছাত্রীর বাবা নাজমুল হক সেলিম জানান, তার মেয়ে ছোয়া বরিশাল বিএম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রী গত মাসে শ্বাসকষ্টজনিত কারণে চিকিৎসক সিদ্দিকুর রহমানের স্মরণাপন্ন হয়। চিকিৎসক তাকে এক্স-রে করাতে দেয় এবং বেলভিউ ডায়াগনস্টিক সেন্টার থেকে করাতে বলেন। গত ১৬ জুন নগরীর সদর রোডের বেলভিউ ডায়াগনস্টিক সেন্টার থেকে এক্স-রে করে সে। এ সময় এক্স-রে’র বিল রাখা হয় ৪ শ’ ৫০ টাকা। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে ২৪ জুন একই এক্স-রে নগরীর মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে করে সে। এ সময় তার কাছ থেকে এক্স’র বিল রাখা হয় ৩শ’ ৫০ টাকা।
এ ঘটনায় গত ২৫ জুন ছোয়া বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে লিখিত অভিযোগ করা হয়। লিখিত অভিযোগ করায় গত ৩০ জুন বেলভিউ ডায়াগনস্টিক সেন্টারের এক কর্মকর্তা মুঠোফোনে অভিযোগকারীকে হুমকি দেয়। হুমকির বিষয়টিও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে জানানো হয়। আজ মঙ্গলবার অভিযোগকারী এবং অভিযুক্ত ডায়াগনস্টিক সেন্টারের এক কর্মকর্তার উপস্থিতিতে শুনানি করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/শফিক