রাজধানীর বাড্ডায় হত্যা মামলার প্রধান আসামি রমজান (৩৭) ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। গুলিবিনিময়ের সময় ডিবি পুলিশের দুজন সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহত রমজানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
বাড্ডার সাঁতাকুল এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে ডিবি পুলিশের সঙ্গে ওই 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে।
বাড্ডা থানার এসআই মো. আনাসউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন