তিনটি লক্ষ্য সামনে রেখে বরিশালে বৃহস্পতিবার বিভাগীয় প্রতিনিধি সভা করবে আওয়ামী লীগ। প্রতিনিধি সভা হলেও টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর বরিশালে প্রথমবারের মতো বড় ধরনের শোডাউন করতে যাচ্ছে ক্ষমতাসীন দলটি। বৃহস্পতিবার নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে বিভাগীয় প্রতিনিধি সভার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিনিধি সভায় কেন্দ্রিয় নেতৃবৃন্দ ছাড়াও বরিশাল বিভাগের আওয়ামী লীগ দলীয় সকল সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগের প্রতিনিধিরা অংশ নেবেন।
বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন নিরীক্ষা কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যাদা সম্পন্ন) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি জানান, ৩টি লক্ষ্য সামনে রেখে এই বিভাগীয় প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি পালন, কর্মী সংগ্রহ এবং ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের উজ্জীবিত করাই এই প্রতিনিধি সভার লক্ষ্য ও উদ্দেশ্য বলে তিনি জানান।
মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল জানান, নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ১১টায় সভা শুরু হয়ে চলবে দিনব্যাপী। বরিশাল বিভাগের আওয়ামী লীগ দলীয় সকল সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগের প্রতিনিধিরা সভায় অংশ নেবেন তিনি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস জানান, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি প্রতিনিধি সভায় প্রধান অতিথি থাকবেন। জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের অপর দুই উপদেষ্টা সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি ও অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান এমপি, কেন্দ্রীয় আইন বিষযক সম্পাদক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম এমপি, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বাহাউদ্দিন নাসিম এমপি, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ প্রমুখ।
এদিকে বিভাগীয় প্রতিনিধি সভা উপলক্ষে অনুষ্ঠানস্থল বরিশাল ক্লাবের আশপাশ তথা জিলা স্কুল মোড়ে নির্মাণ করা হয়েছে ৩টি বিশাল দৃষ্টিনন্দন তোড়ন। তোরনগুলো করা হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক পতাকার আদলে। এছাড়া আশপাশের এলাকায় বিলবোর্ড ও ব্যানার স্থাপনসহ ব্যাপক সাঁজসজ্জা করা হয়েছে বলে জানিয়েছেন সাঁজ সজ্জার দায়িত্বে থাকা মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নিরব হোসেন টুটুল।
বিডি প্রতিদিন/এনায়েত করিম