বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- ক্লাব ফুটবলে নেই আগ্রহ, অন্য কিছুতে নজর ডাচ কোচের
- অনুপ্রেরণার আলো ছড়ালেন হৃতিক
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০
- ফের দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা
- ছাত্রদলের নতুন কর্মসূচি
- যৌন হয়রানি: শিক্ষকের শাস্তি না হওয়ায় নিজেকে জ্বালিয়ে দিলেন ছাত্রী
- সিনেমার প্রভাবে কেরালার স্কুলে আর নেই ব্যাকবেঞ্চার
- 'আর্থিক সংকটে' বন্ধ আল জাজিরা বলকানসের সম্প্রচার
- যশোরে যুবককে কুপিয়ে হত্যা
- পেন বাংলাদেশের নেতৃত্বে সামসাদ মোর্তুজা ও জাহানারা পারভীন
- দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে: মির্জা আব্বাস
- হবিগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
- খুতবার সময় হামলা, খতিব শঙ্কামুক্ত, হামলাকারী জেলহাজতে
- দেড় মাস পর বাংলাদেশির লাশ ফেরত দিল ভারত
- সোহাগ হত্যার ভিডিও না আসা পর্যন্ত সরকার কী করল-প্রশ্ন রুমিন ফারহানার
- ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ
- আইনশৃঙ্খলার অবনতি ও হত্যাকাণ্ডের প্রতিবাদে জাবিতে মশাল মিছিল
- ২০৩০ বিশ্বকাপ ভেন্যুর তালিকা থেকে নাম প্রত্যাহার মালাগার
- কুমিল্লায় চার মামলার আসামি গ্রেফতার
- ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইনামুল হাসান গ্রেফতার
ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রান্তিক মানুষের মধ্যে গাছের চারা বিতরণ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন
.jpg)
জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা ও গাছের চারা বিতরণ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার দুপুরে ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে রাজশাহী সিটি করপোরেশন ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ২০২৩ সালের জন্য প্রকল্প অনুমোদন দিয়েছেন। এরই অংশ হিসেবে বিভিন্ন কার্যক্রম সহায়তা করছে ব্র্যাক। ইতোমধ্যে আবর্জনা অপসারণ কার্যক্রমের সহায়তার জন্য রাজশাহী সিটি করপোরেশনকে ১১৫টি ভ্যান গাড়ি প্রদান করেছে ব্র্যাক।
মেয়র আরও বলেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া এ এলাকার উন্নয়নে আমাদের আরও অনেক কাজ করতে হবে। নতুন শিল্প কারখানা স্থাপন করে বেকার সমস্যার সমাধান করতে হবে। সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তাদের সেভাবে গড়ে তুলতে হবে। যেন তারা নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। টিউবওয়েল স্থাপন, পাবলিক টয়লেট নির্মাণ, স্বল্প মূল্যে বাড়ি নির্মাণসহ কর্মসংস্থানমূলক ব্র্যাকের এ কার্যক্রমকে স্বাগত জানান মেয়র।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শওগাতুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু। অনুষ্ঠানে ১৩টি ওয়ার্ডের ১৫১ জনকে বিভিন্ন ট্রেডে সেলাইমেশিন, কম্পিউটার সামগ্রী, অটো সেলাই মেশিন, ইলেকট্রনিক্স সামগ্রী, কাপড়, ফ্রুটস, মুদি দোকানের সামগ্রী, গরু, ছাগল প্রদান করা হয়। এছাড়াও ১৩টি ওয়ার্ডে ২০০ জনকে বিভিন্ন প্রজাতির ১ হাজার ১১১টি গাছের চারা প্রদান করা হয়। এ প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করা হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক ফারজানা পারভীন।
এই বিভাগের আরও খবর