রাজধানীর যাত্রাবাড়ি কাজলা ব্রিজ এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আমজাদ হোসেন (৪০)।
বুধবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে যাত্রাবাড়ি কাজলা ব্রিজের পাশের একটি মিষ্টির দোকানের ভেতর থেকে আমজাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই মিষ্টির দোকানের কারিগর ছিলেন। ধারণা করা হচ্ছে, দোকানের অপর এক কর্মচারী তাকে কুপিয়ে হত্যার পর পালিয়েছেন।
বিডি প্রতিদিন/কালাম