বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- ক্লাব ফুটবলে নেই আগ্রহ, অন্য কিছুতে নজর ডাচ কোচের
- অনুপ্রেরণার আলো ছড়ালেন হৃতিক
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০
- ফের দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা
- ছাত্রদলের নতুন কর্মসূচি
- যৌন হয়রানি: শিক্ষকের শাস্তি না হওয়ায় নিজেকে জ্বালিয়ে দিলেন ছাত্রী
- সিনেমার প্রভাবে কেরালার স্কুলে আর নেই ব্যাকবেঞ্চার
- 'আর্থিক সংকটে' বন্ধ আল জাজিরা বলকানসের সম্প্রচার
- যশোরে যুবককে কুপিয়ে হত্যা
- পেন বাংলাদেশের নেতৃত্বে সামসাদ মোর্তুজা ও জাহানারা পারভীন
- দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে: মির্জা আব্বাস
- হবিগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
- খুতবার সময় হামলা, খতিব শঙ্কামুক্ত, হামলাকারী জেলহাজতে
- দেড় মাস পর বাংলাদেশির লাশ ফেরত দিল ভারত
- সোহাগ হত্যার ভিডিও না আসা পর্যন্ত সরকার কী করল-প্রশ্ন রুমিন ফারহানার
- ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ
- আইনশৃঙ্খলার অবনতি ও হত্যাকাণ্ডের প্রতিবাদে জাবিতে মশাল মিছিল
- ২০৩০ বিশ্বকাপ ভেন্যুর তালিকা থেকে নাম প্রত্যাহার মালাগার
- কুমিল্লায় চার মামলার আসামি গ্রেফতার
- ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইনামুল হাসান গ্রেফতার
রাজশাহীতে সেই বাস চালক গ্রেফতার, হেলপারসহ ট্রাক জব্দ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন

রাজশাহীর কাটাখালীতে দুর্ঘটনায় কলেজছাত্র ফিরোজ হোসেনের হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় বাস চালককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পুঠিয়া বাজার থেকে বাসচালক ফারুক হোসেনকে (৩৯) গ্রেফতার করা হয়। এছাড়া চালকের সহকারী (হেলপার) রায়হান সরদারকে (২১) গ্রেফতারসহ জব্দ করা হয়েছে ট্রাকও। তবে ট্রাক চালক এখনও পালাতক আছেন। দুপুরে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার বাসচালক ফারুক হোসেন পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামের আতাহার আলীর ছেলে। আর ট্রাকের চালকের সহকারী রায়হান চারঘাট উপজেলার পাসুন্দিয়া গ্রামের মাসুদ রানার ছেলে।
গোলাম রুহুল কুদ্দুস বলেন, সকাল ৭টার দিকে পুঠিয়া বাজারে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ পরিবহনের চালক ফারুক হোসেনকে। এর আগে ফিরোজের হাত চাপ দেওয়া ট্রাকটি শনাক্ত করে বুধবার রাত ১১ টার দিকে জব্দ করা হয়। এ সময় ট্রাক চালকের সহকারী রায়হান সরদারকে গ্রেফতার করা হয়েছে। ট্রাক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন আরএমপির এই মুখপাত্র।
গোলাম রুহুল কুদ্দুস বলেন, আরএমপির কাটাখালী থানা পুলিশ গোয়েন্দা তথ্য সংগ্রহ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় নগরীর উপরভদ্রা এলাকার বক্কার অটোমোবাইল ওয়ার্কসপ থেকে দুর্ঘটনায় জড়িত ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৮৭৯৬) জব্দ করা হয়। দুর্ঘটনার সময় ট্রাকের চালক ছিলেন চারঘাট উপজেলার পাটিয়াকান্দি গ্রামের আব্দুল কাদেরের ছেলে ওয়াহিদুজ্জামান (২৪)।
তিনি আরও বলেন, ট্রাকের চালকের সহকারী রায়হান জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, আদা বোঝাই করে রাজশাহী থেকে ঢাকায় যাওয়ার পথে বাসের সঙ্গে তাদের ট্রাকটি ধাক্কা খায়। পরের দিন ঢাকায় আদা পৌঁছে দিয়ে রাজশাহীর ছন্দা পেট্রোল পাম্পে ট্রাকটির পার্ক করে চালাক পালিয়ে যান। গত ৩ জুলাই ট্রাকটি মেরামতের জন্য চালকের সহকারী রায়হান ট্রাকটি বক্কার অটোমোবাইল ওয়ার্কসপে নিয়ে যায়।
গত ২৮ জুন সন্ধ্যায় কাটাখালী পৌরসভা ভবনের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে চলন্ত বাসে রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ফিরোজ হোসেনের ডান হাত বিচ্ছিন্ন হয়ে পড়ে। তার বাড়ি বগুড়ার নন্দীগ্রাম থানার নামোইট গ্রামে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আরএমপির মুখপাত্র বলেন, এ ঘটনায় ফিরোজের বাবা মাহফুজুর রহমান বাদী হয়ে কাটাখালী থানায় মামলা করেন। এরপর পুলিশ বাস ও ট্রাকটি শনাক্ত করতে তদন্ত শুরু করে। শনিবার রাতে ফিরোজকে বহনকারী বাস ‘মোহাম্মদ পরিবহন’ নগরীর শিরোইল বাস টার্মিনাল থেকে জব্দ করে পুলিশ। ফিরোজ এই বাসে চড়ে নন্দীগ্রাম থেকে রাজশাহী ফিরছিলেন।
এই বিভাগের আরও খবর