বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ধন বাহাদুর ওলি বলেছেন, বাংলাদেশ থেকে পণ্য আমদানি-রফতানির জন্য রেল যোগাযোগ সুবিধাকে কাজে লাগাতে চায় নেপাল। একই সাথে তারা বাংলাদেশের মোংলা সমুদ্র বন্দরসহ নৌ ও সড়ক পথ ব্যবহার করতে আগ্রহী। বৃহস্পতিবার দুপুরে তিনি খুলনা চেম্বার অব কমার্সে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
নেপালের রাষ্ট্রদূত বলেন, মোংলা বন্দরের সাথে রেল যোগযোগ নেটওয়ার্ক সম্পন্ন হলে নেপালের কাকরভিটা, বিরাটনগর, গোপালগঞ্জসহ ৫টি স্থল বন্দরের যোগাযোগ সহজ হবে। এই নেটওয়ার্ককে কাজে লাগিয়ে বাংলাদেশ ও নেপাল উভয় দেশের ব্যবসায়ীরা উপকৃত হতে পারবে। এক্ষেত্রে তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য নেপালে ভিসা পদ্ধতি সহজতর করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক। এসময় ব্যবসায়ীরা মোংলা বন্দর ব্যবহার ও আমদানি-রফতানি বৃদ্ধির জন্য দু’দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম