গৌরব ঐতিহ্য ও ইতিহাসের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রবীণ ও পরীক্ষিত নেতাদের সম্মাননা দিয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগ। আজ শুক্রবার বিকালে শহীদ কামরুজ্জামান মিলনায়তনে এ সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এসময় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকা প্রবীণ নেতাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হক, রাজশাহী-৫ আসনের এমপি ডা. মনসুর রহমান, সংরক্ষিত আসনের এমপি আদিবা আনজুম মিতাসহ আওয়ামী লীগের নেতারা।
বিডি-প্রতিদিন/শফিক