গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে হরতাল সফল করার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। আজ সংগঠনের জেলা শাখার উদ্যোগে সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্র ফেডারেশনের আহ্বায়ক নবীন আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু ও সদস্য সচিব হারুন-অর রশিদ মামুন সহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করেন, দেশে গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। যা দেশের মানুষ কোনভাবে মেনে নেবে না। এছাড়া বাজেটকে জনদুর্ভোগের বাজেট হিসেবে আখ্যায়িত করেন তারা। গ্যাসের দাম বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকালের (রবিবার) হরতাল সফল করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন বক্তারা।
বিডি প্রতিদিন/হিমেল