মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল সদর উপজেলার প্রায় ২শ’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়েছে। শনিবার বরিশাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে স্ব-স্ব স্কুলের প্রধান শিক্ষকদের হাতে মাল্টিমিডিয়া এবং সাউন্ড সিস্টেম তুলে দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পেয়েছে। সরকার এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ নিয়েছে। তাই প্রাথমিক স্তর থেকেই ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেমসহ নানা শিক্ষা উপকরণ বিনামূল্যে দেওয়া হয়েছে। শিক্ষকদের অবশ্যই আধুনিক প্রযুক্তি (মাল্টি মিডিয়া) ব্যবহার করে শিক্ষার্থীদের পাঠদান এবং দেশ ও জাতির সঠিক ইতিহাস শিশুদের কাছে তুলে ধরার নির্দেশ দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক এবং দুই ভাইস চেয়ারম্যান যথাক্রমে মাহবুবুর রহমান মধু ও রেহানা বেগম। এছাড়া বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ সভায় বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সদর উপজেলার ২০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৩৬টি মাল্টি মিডিয়া প্রজেক্টর এবং ৩০৭টি সাউন্ড সিস্টেম বিতরণ করেন কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।
বিডি-প্রতিদিন/মাহবুব