পদ্মা সেতু নির্মাণের বিষয়ে গুজব ছড়ানোয় দেশের বিভিন্ন জায়গা থেকে চারজনকে আটক করা হয়েছে। সেতু নির্মাণে মানুষের মাথা ও রক্ত লাগবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ছড়ানোর তাদের আটক করে র্যাব।
শুক্রবার দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে চারজনকে আটক করা হয়েছে। শহীদুল ইসলাম (২৫) নামে এক যুবককে নড়াইল থেকে র্যাব-৬, আরমান হোসাইনকে (২০) চট্টগ্রাম থেকে র্যাব-৭, ফারুককে (৫০) মৌলভীবাজার থেকে র্যাব-৯ এবং হায়াতুন নবী (৩১) নামে একজনকে কুমিল্লা থেকে র্যাব-১১ এর সদস্যরা আটক করেছে।
আটকদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে (নিরাপত্তা আইন) সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা