বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, গুজব ঢেউয়ের মতো মাঝে-মধ্যে আসে, আবার চলে যায়। জনগণকে সচেতন করা গেলে গুজব টিকতে পারে না।
বুধবার সন্ধ্যায় বিএমপি’র অস্থায়ী সদর দফতরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
শাহাবুদ্দিন খান বলেন, চলমান গুজব নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে গণপিটুনির ঘটনা ঘটছে, যা আইন অনুযায়ী অপরাধ। বরিশাল অঞ্চল অনেকটা শান্তিপূর্ণ। এখানকার মানুষ গুজবে কান না দেওয়ায় তেমন কোনও হতাহত হয়নি। গুজব নিয়ে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এ নিয়ে বরিশালবাসী বাহবা পাওয়ার যোগ্য। অন্য অঞ্চল থেকে বরিশালে গুজব ছড়ালেও কেউ আমলে না নেওয়ায় এই অঞ্চলে গণপিটুনি কিংবা হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
এ নিয়ে সচেতনতা বাড়াতে বরিশালের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্র্যাশ প্রোগ্রাম করবে পুলিশ।
বিএমপি কমিশনার বলেন, নগরীতে গুজব নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য মাইকিং এবং লিফলেট বিতরণ করা হচ্ছে। আগামী জুমার খুৎবায় ইমামগণ জনসচেতনতায় বয়ান করবেন বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কালাম