দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছনতা সপ্তাহ উপলক্ষে বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডে একযোগে জনসচেতনতামূলক এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি রোডের বরিশাল কলেজ এলাকা থেকে বের হওয়া র্যালীর নেতৃত্ব দেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
র্যালী পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে মশক নিধনের জন্য সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে জনগণকেও সচেতন হতে হবে। বাড়ির আশপাশের নর্দমা, ড্রেন, নালা, জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতেই নগরীর ৩০টি ওয়ার্ডে একযোগে পৃথক এই র্যালী বের করা হয়। এই র্যালীর মাধ্যমে জনগণ আরও সচেতন হবে বলে আশা করেন মেয়র সাদিক আবদুল্লাহ।
এছাড়া নগরীর অপর ২৯টি ওয়ার্ডে সংশ্লিষ্ট কাউন্সিলরদের নেতৃত্বে জনসচেতনামূলক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীতে স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন