রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যা করার মামলায় আরো ৫ আসামি তিন দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। আজ ঢাকা মহানগর হাকিম তোফাজ্জাল হোসেন রিমান্ডের এ আদেশ দেন। এরআগে মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার ইন্সপেক্টর আব্দুল রাজ্জাক আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
রিমান্ডকৃত আসামিরা হলেন- বিল্লাল হোসেন (২৮), আসাদুল ইসলাম (২২), মুরাদ (২২), সোহেল রানা (৩০) ও রাজু আহমেদ (২৩)। এরআগে ভিডিও ফুটেজ দেখে বুধবার রাতে বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ছাড়াও এর আগে বাড্ডা ও উত্তর বাড্ডা এলাকা থেকে গ্রেফতার আসামি শাহীন (৩১), বাচ্চু মিয়া (২৮), বাপ্পী (২১), আবুল কালাম আজাদ (৫০), কামাল হোসেন (৪০) ও ইব্রাহীম হোসেন হৃদয় রিমান্ডে রয়েছেন। এছাড়া জাফর নামে একজন দোষ স্বীকার কওে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার