রাজধানীর উত্তরায় একটি ভবনে লিফটে চাপা পড়ে মো. সাগর (২৪) নামে একজন লিফট মেকানিকের মৃত্যু হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টাই উত্তরা পশ্চিম থানাধীন ৯ নম্বর সেক্টরের, ২/ই রোডের ৪ নম্বর বাড়ির লিফটের মেরামত কাজ করছিলেন সাগর। এসময় হঠাৎ লিফটটি ওপরে উঠে গেলে তিনি ওপরের দিকে চাপা পড়েন।
রক্তাক্ত অবস্থায় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ।
বিডি প্রতিদিন/২৬ জুলাই, ২০১৯/আরাফাত