বাংলাদেশের প্রেক্ষাপটে সহিংস-উগ্রবাদ প্রতিরোধে দুই দিনব্যাপী ‘সম্প্রীতি উৎসব ২০১৯’ সম্পন্ন হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল শুক্রবার এর সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে ‘তারুণ্য ও উগ্রবাদ : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক দু’টি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্রথম প্যানেল আলোচনায় অংশ নেন সরকারি কর্মকর্তা ও নীতি নির্ধারকগণ এবং দ্বিতীয় প্যানেলের আলোচনায় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। উৎসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, উন্নয়ন সংস্থা ও গণমাধ্যমসহ প্রায় ৪০টি প্রতিষ্ঠানের প্রায় ৪৫টি স্টল ছিল। উৎসবটি সবার জন্য উন্মুক্ত ছিল।
শুক্রবার উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার ও বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্র্যান্সন্যাশনাল ও ক্রাইম (সিটিটিসি)- এর প্রধান মো. মনিরুল ইসলাম।
উৎসবটি আয়োজন করে মানুষের জন্য ফাউন্ডেশন। এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু (এমপি) এবং বিশেষ অতিথি মনজুরুল আহসান বুলবুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রখেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। এ উৎসবের সহ-আয়োজক প্রতিষ্ঠান ক্রসওয়াক কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক এম এ মারুফও উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা অন্য কোনোভাবে তরুণরা যেনো উগ্রবাদে প্ররোচিত না হয়ে যৌক্তিক অবস্থান গ্রহণ করতে পারে- এ উদ্দেশ্যে যাত্রা শুরু করে এমজিএফ’র ‘সম্প্রীতি’ প্রকল্প। এবারের এ উৎসবের শ্লোগান ছিলো ‘সম্প্রীতিতে গড়ি সুন্দর বাংলাদেশ’।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় সহিংস উগ্রবাদ নিয়ে বিতর্ক আয়োজন করে ডিবেট ফর হিউম্যানিটি, এরপর অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। এরপরে শান্তি ও সংহতি নিয়ে বিভিন্ন পরিবেশনার আয়োজনে ছিলো এনজিসিএএফ, ভিএএসডি, আলোকিতো শিশু, কিশোর আলো, পিএএসএ, রেডিও ভূমি ৯২.৮ এফএম, ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ (ওয়াইসিবি) এবং কাক কমিউনিকেশনস। সবশেষে অনুষ্ঠানে সংগীত পরিবেশ করে ব্যান্ডদল জলের গান।
বিডি-প্রতিদিন/শফিক