নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গার পানিতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্র ইমনের (১১) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। গতকার শুক্রবার দুপুর ১২টায় ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ইমন। পরে রাত সাড়ে ৮টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, ইমন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার পরানসামারা গ্রামের জসিম উদ্দিন ও রূপা বেগমের ছেলে। সে তার বাবা মায়ের সঙ্গে ফতুল্লার পঞ্চবটি ধর্মগঞ্জ এলাকায় বসবাস করে স্থানীয় হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইমন নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। এরপর তার সমবয়সীরা খোঁজাখুজি করে না পেয়ে তার বাড়িতে খবর দেয়। পরে স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টায় তার মরদেহ উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/শফিক