বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ডেঙ্গু প্রতিরোধে মন্ত্রী ও মেয়রদের সমালোচনা করে বলেছেন, ওষুধ কেনায় ভয়াবহ দুর্নীতি আর অদক্ষতা ঢাকতেই ডেঙ্গুর মহামারিকে ঢাকার ভোটারবিহীন মেয়ররা ‘গুজব’ বলে উড়িয়ে দিচ্ছেন। ডেঙ্গু জ্বর নিয়ে তারা রসিকতা করছেন। ন্যূনতম লজ্জা-শরম থাকলে এই ব্যর্থতার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী-মেয়ররা পদত্যাগ করতেন।
শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘ডেঙ্গু মশার প্রজনন রোহিঙ্গাদের মতো, তাই এটি প্রতিরোধ করা যাচ্ছে না।’ একজন মেয়র বলেছেন- দক্ষিণে ওষুধ দিলে এডিস মশা উত্তরে চলে যায়, আর উত্তরে দিলে দক্ষিণে চলে আসে। চরম ব্যর্থ মন্ত্রী-মেয়ররা হবুচন্দ্র রাজার গবুচন্দ্রের মতো প্রলাপ বকছেন।
তিনি আরও বলেন, যুগে যুগে রোগে-শোকে-ক্ষুধায় অসহায় নিপীড়িত মানুষদেরকে তাচ্ছিল্য ও অবজ্ঞা করতে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার মেয়রদের মতো লোকের অভাব ছিল না। স্থানীয় সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মশার ওষুধের কার্যকারিতা নিয়ে সাফাই গেয়েছেন। মনে হয় ডেঙ্গুর মতো মহামারিতে দেশের মানুষের মৃত্যু যেন তাদের কাছে খেলা।
বিডি প্রতিদিন/ফারজানা