ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৩৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। একদিনে এত ডেঙ্গু রোগী এর আগে কখনো ভর্তি হয়নি।
ঢামেক হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত ১ হাজার ৬৯০ জন রোগী ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে এখন পর্যন্ত ৬ জন মারা গেছে এবং ৬৫৮ জন এখনও ভর্তি রয়েছে। বাকিরা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বছরের শুরুর দিকে প্রথম কয়েক মাস ডেঙ্গু রোগীর সংখ্যা দশের নিচে ছিল। কিন্তু জুন মাসে এ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির হার অনেক বেড়ে যায়। এ মাসে ১৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হন, তাদের মধ্যে একজন মারা যান। এরপর আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত (২৭ জুলাই) ১ হাজার ৫৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে পাঁচজন রোগী মারা গেছেন এবং ৮৭৪ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
বিডি-প্রতিদিন/মাহবুব