নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, এখনও ষড়যন্ত্র চলছে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের মতো ঘটনা এখনও ঘটতে পারে। এখন দেখি সবাই আওয়ামী লীগ হয়ে গেছে। প্রশাসন, পুলিশ, ডাক্তার সবাই আওয়ামী লীগ হয়ে গেছে। তাদের কারণে আসল আওয়ামী লীগ পিছনে পড়ে গেছে। আমার কাছে কেমন কেমন লাগে। আমি একটু গন্ধ বেশি পাই। কারণ আমি নিজে ভিকটিম ছিলাম।
শনিবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) উদোগে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শামীম ওসমান বলেন, আমাকে দুইবার মন্ত্রী করা হয়েছিল, মন্ত্রী হই নাই। ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি করা হয়েছিল, সেক্রেটারি হই নাই। আমরা রাজনীতি করি দেশকে ভালবেসে; রাজনীতি করি সত্যকে উঁচু করে তোলার জন্য; রাজনীতি করি সাদাকে সাদা কালোকে কালো বলার জন্য। এখন সবাইকে মুক্তিযুদ্ধা মনে করলে সমস্যা, সবাইকে আওয়ামী লীগ মনে করলে সমস্যা। অমুক্তিযোদ্ধের ধাক্কায় প্রকৃত মুক্তিযোদ্ধারা চলে যায়। চরম দুশ্চরিত্র দুর্নীতিবাজরাও দুর্নীতি মুক্ত করার কথা বলছে। এ সিনটম ভাল না।
তিনি আরও বলেন, চারদিকে আমি গন্ধ পাই। আমাকে আঘাত করেন কোন সমস্যা নাই। কিন্তু কারও টাকায় নারায়ণগঞ্জ আওয়ামী লীগকে ধ্বংস করতে দেয়া হবে না। কারও কাছে মাথা নত করি না। নারায়ণগঞ্জকে নিয়ে কাউকে খেলতে দিব না। কারো সঙ্গে কোন আপোষ করবো না। খেলোয়ারদের মুখোশ উন্মোচন করতে আমার বেশি সময় লাগবে না।
স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) জেলা শাখার সহসভাপতি ডা. দেবাশীষ সাহার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এম ইকবাল আর্সলান, মহাসচিব ডা. এমএ আজিজ, সাংগঠনিক সম্পাদক ডা. অনুপ কুমার সাহা, দপ্তর সম্পাদক ডা. এহসার উদ্দিন, সদস্য অধ্যাপক ডা. দিলরুবা আক্তার, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু জাহের প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাহবুব