গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব থানাধীন কলেজগেট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কামরুল ইসলাম (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। আজ ভোরে এ ঘটনা ঘটে।
কামরুল নাটোর সদর থানার শ্রী কৃষ্ণপুর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি একটি কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, রাতে সিলেট থেকে টঙ্গী কলেজগেট এলাকায় আসেন কামরুল ইসলাম। পরে ভোরে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির উরুতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল