বরিশালে ইএসডিপি’র উদ্যোক্তা সৃষ্টি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প (ইএসডিপি) জেলা প্রশিক্ষণ কেন্দ্র বরিশালের আয়োজনে এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সহায়তায় এই কার্যক্রমের উদ্বোধন হয়।
শনিবার সকাল ১০টায় নগরীর সিএন্ডবি রোডের ইএসডিপি’র নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রে ফিতা এবং কেক কেটে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসডিপি প্রকল্পের প্রশিক্ষক মো. আবরারুল হক। অনুষ্ঠানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিডার উদ্যোক্তা সৃষ্টি প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বিডি প্রতিদিন/হিমেল