বরিশালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে মোটর ড্রাইভিং কোর্সের ১১ ও ১২তম ব্যাচের উদ্বোধন হয়েছে। শনিবার সকাল ৯টায় নগরীর সিএন্ডবি রোডের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম মোটর ড্রাইভিং কোর্সের ১১ ও ১২তম ব্যাচের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব আরিফ আহমদ।
এছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ আবদুল রাজ্জাক সহ প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা আলোচনায় মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি কোর্সে অংশগ্রহণকারী দুটি ব্যাচের ৪০ জন প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন প্রধান অতিথি।
বিডি প্রতিদিন/হিমেল