ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র, ধাতব পদার্থ, দাহ্য পদার্থ, ব্যাগ ও লাঠি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে ঢাক-ঢোলসহ কোনো ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না।
শনিবার সকালে পুরান ঢাকার হোসনী দালান ইমামবাড়া পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, ইমামবাড়ার গেইটে তল্লাশি হবে, ধাতব বস্তু, ছোরা, তরবারি বর্শা, বা কোন ধরনের আগুনের ব্যবহার- এগুলো ব্যবহার করা যাবে না। ইতিমধ্যে আমরা চেকপোস্ট স্থাপন করেছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন