রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২২ কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যার পর আড্ডারত অবস্থায় তাদেরকে আটক করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গনেশ গোপাল বিশ্বাস গণমাধ্যমকে জানান, সন্দেহভাজন হিসেবে ২২ কিশোরকে আটক করা হয়েছে। এদের কারো বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আছে কি না, বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার