রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাত ১১টার পর নির্বাচন কমিশন ভবনের গ্রাউন্ড ফ্লোর থেকে এ আগুনের সূত্রপাত হয়। পরে রাত ১২টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
এ খবর নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ইনসিডেন্ট কমান্ডার উপপরিচালক দেবাশীষ বর্ধন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত রিপোর্ট পেলে আগুন লাগার কারণ জানা যাবে।
দেবাশীষ বর্ধন আরও বলেন, আগুন লাগার খবর রাত ১১টা ৬ মিনিটে পাই। ১১টা ১০ মিনিটে ঘটনা স্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের টিম। সেখানে ১২ ইউনিটের ১০০ জন আগুন নেভানোর কাজ করে। পরে রাত ১২টা ১৮ মিনিটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিডি-প্রতিদিন/শফিক