বরিশাল জেলায় একলাখ তালগাছের বীজ বপনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আজ শুক্রবার দুপুর পোনে ১২টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়াম মিলনায়তনে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বরিশালের জেলা প্রশাসক এস. এম অজিয়র রহমান এসময় সাংবাদিকদের বলেন, বরিশাল সহ সারাদেশে বজ্রপাত হচ্ছে মাঝেমধ্যেই এসময় প্রাই মানুষের মৃত্যু হচ্ছে। বজ্রপাত রোধে তালগাছ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন। এছাড়া এই গাছ প্রাকিতিক ভারসাম্য রক্ষা এবং অর্থনৈতিক গুরুত্ববহন করে। তাল পুষ্টিকর ফল, তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তালবীজ বপনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি জনসাধারনকে তালবীজ বপন করার অনুরোধ জানানো হয়েছে।
আগামীকাল শনিবার সকাল ১০টায় সদর উপজেলার লাকুটিয়া এলাকার বাবুর বাড়িসংলগ্ন সড়কের পার্শে তালকাছের বিচ রোপনের কর্মসূচির উদ্বোধন করবেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ