বরিশালে তাল গাছের এক লাখ পিস বীজ বপন কার্যক্রমের উদ্বোধন হয়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, নদী ভাঙন রোধ, বজ্রপাত, ঝড়, জলোচ্ছ্বাস ও জলবায়ুর বিরূপ পরিবর্তন মোকাবেলায় জেলার ১০ উপজেলায় এই তাল বীজ বপন কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন।
শনিবার সকাল সাড়ে ১০টায় বরিশাল সদর উপজেলার লাকুটিয়া এলাকার বাবুর (জমিদার) বাড়ি সংলগ্ন সড়কের পাশে তালের বীজ বপনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরিদাস শিকারী।
উদ্বোধান শেষে জেলা প্রশাসক একটি তাল বীজ বপনের মধ্য দিয়ে জেলাব্যাপী এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় স্থানীয় জনসাধারনসহ শিক্ষার্থীরাও তালবীজ বপন করেন।
বিডি প্রতিদিন/হিমেল