নারীদের চ্যালেঞ্জ উত্তরণে ‘বেইজিং+২৫ পর্যালোচনা : নাগরিক সমাজের সম্পৃক্তি’ বিষয়ক রাজশাহীতে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজশাহী জেলা কমিটির সমন্বয়ে বিভাগীয় এ সংলাপের আয়োজন করা হয়।
শনিবার রাজশাহী নগরীর অলোকার মোড়ে একটি কনফারেন্স রুমে আয়োজিত এ সংলাপে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কল্পনা রায়। ‘বেইজিং কর্মপরিকলপনা বাস্তবায়নে মহিলা পরিষদ ভূমিকা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার।
বাংলাদেশের নারীর মানবাধিকার আন্দোলন ও বেইজিং+২৫ পর্যালোচনা করে বক্তব্য রাখেন ইউএন উইমেন বাংলাদেশ প্রোগ্রাম এনালিস্ট সোহেল রানা এবং বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক সীমা মোসলেম।
বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনার করেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ। সামাজিক প্রতিরোধ কমিটির প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফয়েজুল্লাহ চৌধুরী, কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামাণিক, অধ্যাপক তানজিম জহুরা, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
জীবনের অভিজ্ঞতা বর্ণনা করেন হরিজন পল্লীর প্রতিনিধি লছমী রানী, আদিবাসী ছাত্র পরিষদের সহ-সভাপতি সাবিত্রী হেমব্রম, বড়গাছী ইউনিয়ন কমিটির সদস্য নারী কৃষক বিউটি খাতুন।
সংলাপে দলগত পদ্ধতিতে নারীদের জন্য চ্যালেঞ্জ উত্তরণের বিষয়গুলো তুলে ধরা হয়। এই সংলাপে বিভিন্ন জেলা শাখার প্রতিনিধিসহ ৫০ জন অংশ নেন। সংলাপ পরিচালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন।
বিডি-প্রতিদিন/মাহবুব