বরিশাল মেট্রোপলিটন এলাকার সকল বাসিন্দার তথ্য সংগ্রহে মাঠে নামছে পুলিশ। নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রয়ল চিসিম।
শনিবার সকাল সাড়ে ১০টায় পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে প্রয়ল চিসিম বলেন, আগামী ২১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মেট্রোপলিটনের ৪ থানা পুলিশ একযোগে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের ফরম বিতরণ করবে। ২৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ (ফরম) করবে। এই কর্মসূচির আওতায় বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া সবার তথ্য সংগ্রহ করে ডাটাবেজ করা হবে। এই ডাটাবেজ হবে অনলাইনভিত্তিক। এখন থেকে যদি কোনো ভাড়াটিয়া বাসা পরিবর্তন করে তবে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি অবহিত করতে হবে বলে জানান বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার প্রয়ল চিসিম।
বিডি প্রতিদিন/এনায়েত করিম