বরিশালে ৫৭তম মহান শিক্ষা দিবস উপলক্ষে সার্বজনীন শিক্ষা ব্যবস্থার দাবিতে মানববন্ধন, সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এই কর্মসূচির আয়োজন করে।
জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সাগরের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, নিলিমা জাহান, বিএম কলেজ ছাত্রফ্রন্ট সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন, মো. জিসান, সাগর দাস ও টুম্পা দাস প্রমুখ।
বক্তারা শিক্ষা বাণিজ্যকরণ বন্ধ করা সহ শিক্ষার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেন, দেশের শিক্ষা নীতি ধনিদের জন্য হয়ে উঠেছে। গরিবের জন্য অশিক্ষায় পরিণত হয়েছে। এই নীতি কোন স্বাধীন দেশে চলতে পারে না। দেশে সার্বজনীন শিক্ষা ব্যবস্থা চালুর দাবি জানান বক্তারা।
মানববন্ধন ও সমাবেশ শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি-প্রতিদিন/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        