রাজধানীর রামপুরা এলাকায় আজ সকালে ট্রাকের ধাক্কায় ইমান হোসেন (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনার পর ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠায় পুলিশ।
নিহত ব্যক্তি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন জানিয়ে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, নিহত ইমান হোসেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। বর্তমানে খিলগাঁওয়ের মেরাদিয়া মধ্যপাড়া এলাকায় থাকতেন। রামপুরা ব্রিজ সংলগ্ন এলাকাতেই ভিক্ষাবৃত্তি করতেন ইমান হোসেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার