শিরোনাম
- জুলাই স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা
- বগুড়ায় প্রাইভেট কারে মিলল হেরোইন, গ্রেপ্তার ৩
- সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ: ডিএমপি
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১১০ মামলা
- চাঁদপুরে ভোক্তার অভিযানে জরিমানা
- আশুগঞ্জে সাজাপ্রাপ্ত ৩ চীনা নাগরিক জামিনে মুক্ত
- মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ৪ প্রবাসী রিমান্ডে
- বিভিন্ন দাবিতে বগুড়ায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
- চীন থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েছে ইরান: রিপোর্ট
- আশুগঞ্জে ইয়াবাসহ ‘পাখি জসিম’ গ্রেফতার
- সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান
- বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই বিল গেটস
- ইউরো গ্রহণের চূড়ান্ত অনুমোদন পেল বুলগেরিয়া
- প্রশাসনিক স্থবিরতার কারণেই 'মব কালচার' বৃদ্ধি পাচ্ছে: রিজভী
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- ভারতীয় ধনকুবেরদের মধ্যে বাড়ছে দেশত্যাগের প্রবণতা
- পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছে সরকার : পরিবেশ উপদেষ্টা
- আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ২৪ বিলিয়নের ঘরে
- অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ঢাকা সিটি কলেজ উত্তপ্ত, পরীক্ষা স্থগিত
- ট্রাম্পকে ‘শান্তিতে নোবেল’ দিতে পাকিস্তানের প্রস্তাবকে স্বাগত জানাল হোয়াইট হাউস
তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ : এইচটি ইমাম
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, আজকের তরুণরাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। তাই তোমরা যারা তরুণরা দেশকে ভালোবাস, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করো, তারা কখনো ভুল করবে না। তরুণরাই বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।
মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে ‘গৌরবের অভিযাত্রায় ৭০ বছর, তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণরা বিভিন্ন বিষয়ে অতিথিদের প্রশ্ন করেন আর অতিথিবৃন্দ সেসব প্রশ্নের উত্তর দেন।
তরুণ-তরুণীদের বিভিন্ন প্রশ্নের জবাবে এইচটি ইমাম আরও বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল, ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে। ভবিষ্যতের সেই ডিজিটাল বাংলাদেশ এখন আমরা দেখতে পাচ্ছি।
তিনি আরও বলেন, তরুণরা তারুণ্যদীপ্ত। বঙ্গবন্ধু, নেতাজী সুভাস চন্দ্র বসুর জীবনী পড়লে আমরা জানতে পারি তারা তরুণ বয়সে নেতৃত্ব দিয়েছেন। তবে চিন্তা-ভাবনা যদি সতেজ হয়, তবে তুমি সব সময় তরুণ।
অপর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, মেধাবী তরুণ সজীব ওয়াজেদ জয় ও অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল। তারা রাজনীতিতে আসবেন কী আসবেন না, এটি তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা মনে করি তারা যদি রাজনীতিতে আসেন, তবে রাজনীতি ও বাংলাদেশ সমৃদ্ধ হবে।
দলে অনুপ্রবেশকারীদের ব্যাপারে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, আমরা প্রথমদিকে অনুপ্রবেশকারীদের ব্যাপারে অতটা সাবধান ছিলাম না। কিন্তু পরে দেখা গেল, অনুপ্রবেশকারীরা দলের ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি দেশেরও ক্ষতি করছে। বর্তমান অভিযান হঠাৎ সিদ্ধান্তে আসেনি। প্রধানমন্ত্রীর হাতে তথ্যপ্রমাণ আসার পর অভিযান শুরু হয়। দলে অনুপ্রবেশকারীদের ঝেটিয়ে বিদায় করে পরিচ্ছন্ন দল গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী ছড়ানো হয়। সামাজিক যোগযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে তরুণদের সরব থাকতে হবে। আর ডিজিটাল নিরাপত্তা আইন সকলের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে দীর্ঘদিনেও শিল্পায়ন গড়ে ওঠেনি। বাবা শহীদ কামারুজ্জামান তৎকালীন সময়ে কিছু শিল্প-কারাখানা গড়ে তুলেছিলেন। এরপর আর শিল্পায়ন হয়নি। রাজশাহীর সিল্কের ব্যাপক সম্ভাবনা এখনো আছে। এই সিঙ্কে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ আছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
মেয়র লিটন আরও বলেন, শিক্ষানগরী রাজশাহীতে বঙ্গবন্ধু হাইটেক পার্ক নির্মাণ হচ্ছে। এই পার্কে প্রায় ১৪ হাজার ছেলে-মেয়ের কর্মসংস্থান হবে। এছাড়া রাজশাহীতে গার্মেন্টস ও শিল্পকারখানা গড়তে ব্যবসায়ী সংগঠনের শীর্ষনেতাদের অনুরোধ জানিয়েছি। শিল্প-কারখানা মালিকেরা যদি রাজশাহীতে এসে তাদের প্রতিষ্ঠান গড়ে তোলেন, অনেক কর্মসংস্থান হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এক সময় রাজশাহী ছিল অশান্তির জনপদ। মেয়র খায়রুজ্জামান লিটন রাজশাহীকে শান্তির জনপদে পরিণত করেছেন। এখন সবুজ পরিচ্ছন্ন নগরী রাজশাহী। রাজশাহীতে এক জনসভায় খায়রুজ্জামান লিটনের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী এখানে হাইটেক পার্ক গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক গড়ে উঠছে।
প্রশ্নের জবাবে আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, নেতার উপর দলের ভাবমূর্তি নির্ভর করে। যেমন রাজশাহীতে দলের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন মেয়র খায়রুজ্জামান লিটন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, ততদিন যাদের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, তাদের ছাড় দিবেন না।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মেরিনা জাহান। অনুষ্ঠানে রাজশাহী মহানগরীর এবং জেলার বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষার্থী ও তরুণ-তরুণীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

টানা ২ বছর ক্ষেপণাস্ত্র ছুড়লেও মজুদ শেষ হবে না, হুঁশিয়ারি ইরানি কমান্ডারের
৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গাজা গণহত্যায় অংশগ্রহণকারী ইসরায়েলি সেনার আত্মহত্যা; ‘শুধুই লাশের গন্ধ পেতেন’
৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশসহ ১৪ দেশে শুল্কের সময়সীমা ‘চূড়ান্ত নয়’, দর-কষাকষির ইঙ্গিত ট্রাম্পের
৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মিয়ানমারে সশস্ত্র দুই গোষ্ঠীর মাঝে তুমুল সংঘর্ষ, পালাচ্ছে হাজার হাজার মানুষ
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম