আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তারেক সাঈদ।
শনিবার বিকালে ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এই কমিটি ঘোষণা করা হয়।
কামরুল হাসান রিপন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি।
অন্যদিকে, তারেক সাঈদ স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
এর আগে, ১২ নভেম্বর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হয়। সেখানে ১৪ জন সভাপতি ও ২৮ জন সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।
বিডি-প্রতিদিন/মাহবুব