সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাবেক এপিএস সত্যজিৎ মুখার্জিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ কোটি ৩৯ লাখ ৪৪ হাজার ১৭৬ টাকা জরিমানা করা হয়েছে।
গত ১৪ নভেম্বর ছাত্রলীগ নেতা সত্যজিৎ মুখার্জির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলার রায়ে ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।
গতকাল মঙ্গলবার ১৯ নভেম্বর দুদকের প্রসিকিউটর রেজাউল করিম রেজা গণমাধ্যমকে জানান, রায়ের সময় আসামি সত্যজিৎ মুখার্জি আদালতে অনুপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৯ জুন ঢাকার রমনা থানায় মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক কেএম মিছবাহ উদ্দিন।
বিডি প্রতিদিন/ফারজানা