বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার জামিনে বারবার বাধা দেয়ায় বাংলাদেশ যেন এখন আশঙ্কা ও আস্থাহীনতায় ভরা এক অচেনা ভূখণ্ড।
আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী সরকার গণতন্ত্র প্রতিষ্ঠাকে উপেক্ষা করে চক্রান্তের বদ্ধ চোরাগলিতে হাঁটছে। সরকার ও সরকার প্রধানের কারণেই খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না। তারা ক্ষমতার মোহে অন্ধ উন্মত্তের মতো আচরণ করছে। জনসমর্থিত নেত্রী কারাগারে, আর দুর্নীতি, সন্ত্রাস, দখল, লুটপাট যাদের যাপনসঙ্গী তারাই আজ রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রেখেছে। কয়েক যুগের বিবর্তনে বাকশালের প্রেতাত্মা এখন ভীষণ মূর্তি ধারণ করে রাষ্ট্রক্ষমতা দখল করে গণতন্ত্রের ধ্বংস সাধন করে গণতন্ত্রের প্রতীক বেগম জিয়াকে কারাগারে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা