খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মোংলা বন্দরে কোন কাজ হয়নি, সেসময়ে তারা এই বন্দরকে ধ্বংস করতে নানা পরিকল্পনার মাধ্যমে তা অচল করে দেয়। তখন চাঁদাবাজির ভয়ে কোন ব্যবসায়ী আসতো না এই বন্দরে, কোন শিল্প কারখানাও হয়নি তখন। তাদের আমলে মোংলা বন্দর ছিল ঘাসবনে ভরা। বিএনপি-জামায়াত রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে নাব্য সংকটে এই বন্দরের পশুর চ্যানেলে কোন দিন ড্রেজিংও করা হয়নি। কারণ তাদের এই অঞ্চল ও মোংলা বন্দরের প্রতি তাদের কোন কোন দরদ ছিল না।
রবিবার বিকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে এই বন্দরকে নতুনভাবে প্রাণ দিয়েছে। ব্যাপক উন্নয়ন হয়েছে, আন্তর্জাতিকভাবে এই বন্দর এখন সাফল্য পেয়েছে। এর অবদান শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে বন্দরের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও সামগ্রিক কার্যক্রম তুলে ধরেন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মোজাম্মেল হক। মাংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সভাপতিত্বে বন্দরের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়সহ বন্দরের উর্ধতন কর্মকর্তা ও মোংলা বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক