৯ ডিসেম্বর, ২০১৯ ১৬:৩৩

ব্যারিকেডে পোড়া মবিল দেওয়ার পরও ...

অনলাইন ডেস্ক

ব্যারিকেডে পোড়া মবিল দেওয়ার পরও ...

মিরপুর-১ নম্বরের মোড় থেকে তোলা। ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং পথচারীদের যত্রতত্র রাস্তা পারাপার বন্ধে ফুটওভার ব্রিজের নিচে ব্যারিকেড দেয়া হয়েছে। কিন্তু ব্যারিকেডের পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে লাফ দিয়ে পার হচ্ছে নারী-শিশুসহ সব শ্রেণির মানুষ। বাধ্য হয়ে ট্রাফিক পুলিশ ব্যারিকেডের ওপর পোড়া মবিল লাগিয়ে দিচ্ছে প্রতিদিন। কিন্তু এরপরও পথচারীদের থামানো যাচ্ছে না। অনেকের শরীরে পোড়া মবিল লাগার পরও পার হচ্ছে। 

এ বিষয়ে মিরপুরে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আব্দুর রহিম গণমাধ্যমে বলেন, মানুষকে ফুটওভার ব্রিজে উঠানোর কৌশল হিসেবে ব্যারিকেডে পোড়া মবিল দেয়া হয়। কিন্তু মানুষ প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে ব্যারিকেডের ওপর দিয়েই পার হচ্ছে।

এর আগে ব্যারিকেডের ওপর তারকাটা দেয়া হয়েছিল জানিয়ে ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা বলেন,  কিন্তু সেগুলোও মানুষ উঠিয়ে ফেলে। 

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর