বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত ঢাবি শিক্ষার্থী সাম্য
- কে এই রাফাল ধ্বংসকারী পাকিস্তানি নারী পাইলট আয়েশা?
- আফগানদের জন্য অস্থায়ী সুরক্ষা মর্যাদা বাতিল করলেন ট্রাম্প
- শেখ হাসিনাকে যেভাবে ফিরিয়ে আনা সম্ভব, জানালেন দুদক চেয়ারম্যান
- ভারতের অরুণাচলের ২৭ জায়গার নতুন নামকরণ করল চীন
- বিচারপ্রার্থীদের সেবা সহজ করতে এবার সব আদালতে পৃথক হেল্পলাইন
- শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার
- দোকানের কর্মচারীদের ব্যস্ত রেখে ১০০ ভরি স্বর্ণ নিয়ে চম্পট পাঁচ নারী
- মোংলা বন্দরে পাঁচ কোটি টাকার অবৈধ সিগারেট জব্দ
- মারামারির মামলায় ছেলেকে পুলিশে দিলেন বাবা
- ক্ষতিগ্রস্ত তিন রিকশাচালককে ডিএনসিসির অনুদান ও চাকরির আশ্বাস
- প্রচণ্ড তাপদাহের পর কুড়িগ্রামে বৃষ্টিতে জনজীবনে স্বস্তি
- মুস্তাফিজের আইপিএল অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা!
- জাপানে সামরিক প্লেন বিধ্বস্ত
- ‘সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ জায়গায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে’
- আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ল টাইগাররা
- সাম্যের গ্রামের বাড়িতে শোকের মাতম, দোষীদের ফাঁসির দাবি
- জুলাই অভ্যুত্থান: জাতিসংঘের রিপোর্টকে ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণে রুল
- দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা জবি শিক্ষার্থীদের
- সাম্য হত্যা : ঢাবিতে বৃহস্পতিবার শোক, অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ
বেতন কর্তনের আদেশ পেয়ে আদালতে হাজির এডিসি
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন

সরকারি সাক্ষীকে বারবার সমন ও আদালতে হাজির হওয়ার বিভিন্ন আদেশ দেওয়া সত্ত্বেও হাজির না হওয়ায় বেতন কর্তনের নির্দেশ দেওয়ার পর রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক বাদল চন্দ্র হাওলাদার। তিনি বৃহস্পতিবার রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তালুকদারের আদালতে হাজির হয়ে একটি নাশকতার মামলায় রাষ্ট্রের মনোনীত সাক্ষী হিসেবে সাক্ষ্য দিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বাঘা থানার এসিল্যান্ড অফিসে বিএনপি-জামাত শিবির কর্মীরা আগুন দেওয়ার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়। আগুন দেওয়ার ফলে স্টোর রুমের ভিতরে রক্ষিত ২টি মোটরসাইকেল, প্রায় ৭ হাজার পুরাতন পাঠ্যপুস্তক আগুনে পুড়ে যায় ও অবশিষ্ট পাঠ্যপুস্তক ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর সময় পানিতে ভিজে নষ্ট হয়। এছাড়া উপজেলা ভূমি অফিসের নিষ্পত্তিকৃত পুরাতন কিছু নামজারী নথি, নিষ্পত্তিকৃত কয়েকটি বিবিধ মামলার নথি ও পুরাতন পত্রগ্রহণ রেজিস্টার, পুরাতন পত্র প্রেরণ রেজিস্ট্রার ও কয়েকটি এস.এফ এর অফিস কপি আগুনে পুড়ে যায়।
নাশকতার ঘটনায় প্রায় ২ লাখ ৭৩ হাজার ৪০০ টাকার ক্ষতি হয়। পরবর্তীতে ২০১৬ সালের ১২ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ৩৪ জন আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ওই সময় বাদল চন্দ্র হাওলাদর ওই কর্মস্থলে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তার পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি) এর অতিরিক্ত দায়িত্বে ছিলেন। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে সাক্ষী মান্য করেননি।
বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী আহসান হাবীব রঞ্জু আদালতের নজরে আনলে আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে তাকে সাক্ষ্য প্রদানের জন্য সমন দেন। সাক্ষীকে ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর দুই দফা জেলা প্রশাসক, রাজশাহী ও মন্ত্রী পরিষদ সচিবের মাধ্যমে সমন দেওয়া হলেও আদালতে হাজির হননি। অবশেষে এ বছরের ৬ জানুয়ারি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তালুকদার হাইকোর্টের আদেশ মোতাবেক তার বেতন কর্তনের আদেশ দেন। ওই আদেশ পাওয়ার পর বৃহস্পতিবার আদালতে সাক্ষ্য দিলেন অতিরিক্ত জেলা প্রশাসক।
উল্লেখ্য, ২০১৯ সালের ৭ মে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ফৌজদারী মামলায় সরকারী কর্মচারী সাক্ষ্য প্রদান করতে হাজির না হলে তাদের বেতন আটকে দেওয়ার পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।
এই বিভাগের আরও খবর