বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- উত্তর কোরিয়ায় কিম পরিবারের বিশ্বস্ত সংসদপ্রধানের মৃত্যু
- নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা এনসিপির
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- চাঁদপুরের পাঁচ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ফরিদপুর-৪ আসনে বাবুলের মনোনয়ন, ঐক্যবদ্ধ থাকার আহ্বান
- লক্ষ্মীপুরে ধানের শীষ পেলেন খায়ের-এ্যানি
- শরীয়তপুরে তিন আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা
- আজ নিউইয়র্কে মেয়র নির্বাচন
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৪ নভেম্বর)
- আমেরিকাকে যে কঠিন শর্ত দিলেন ইরানের খামেনি
- যুদ্ধবিরতির মধ্যে পাঁচ বন্দিকে মুক্তি, তবে হামলা থামায়নি ইসরায়েল
- শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
- জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
- নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
- আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
- এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
- চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
বেতন কর্তনের আদেশ পেয়ে আদালতে হাজির এডিসি
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন
সরকারি সাক্ষীকে বারবার সমন ও আদালতে হাজির হওয়ার বিভিন্ন আদেশ দেওয়া সত্ত্বেও হাজির না হওয়ায় বেতন কর্তনের নির্দেশ দেওয়ার পর রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক বাদল চন্দ্র হাওলাদার। তিনি বৃহস্পতিবার রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তালুকদারের আদালতে হাজির হয়ে একটি নাশকতার মামলায় রাষ্ট্রের মনোনীত সাক্ষী হিসেবে সাক্ষ্য দিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বাঘা থানার এসিল্যান্ড অফিসে বিএনপি-জামাত শিবির কর্মীরা আগুন দেওয়ার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়। আগুন দেওয়ার ফলে স্টোর রুমের ভিতরে রক্ষিত ২টি মোটরসাইকেল, প্রায় ৭ হাজার পুরাতন পাঠ্যপুস্তক আগুনে পুড়ে যায় ও অবশিষ্ট পাঠ্যপুস্তক ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর সময় পানিতে ভিজে নষ্ট হয়। এছাড়া উপজেলা ভূমি অফিসের নিষ্পত্তিকৃত পুরাতন কিছু নামজারী নথি, নিষ্পত্তিকৃত কয়েকটি বিবিধ মামলার নথি ও পুরাতন পত্রগ্রহণ রেজিস্টার, পুরাতন পত্র প্রেরণ রেজিস্ট্রার ও কয়েকটি এস.এফ এর অফিস কপি আগুনে পুড়ে যায়।
নাশকতার ঘটনায় প্রায় ২ লাখ ৭৩ হাজার ৪০০ টাকার ক্ষতি হয়। পরবর্তীতে ২০১৬ সালের ১২ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ৩৪ জন আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ওই সময় বাদল চন্দ্র হাওলাদর ওই কর্মস্থলে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তার পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি) এর অতিরিক্ত দায়িত্বে ছিলেন। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে সাক্ষী মান্য করেননি।
বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী আহসান হাবীব রঞ্জু আদালতের নজরে আনলে আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে তাকে সাক্ষ্য প্রদানের জন্য সমন দেন। সাক্ষীকে ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর দুই দফা জেলা প্রশাসক, রাজশাহী ও মন্ত্রী পরিষদ সচিবের মাধ্যমে সমন দেওয়া হলেও আদালতে হাজির হননি। অবশেষে এ বছরের ৬ জানুয়ারি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তালুকদার হাইকোর্টের আদেশ মোতাবেক তার বেতন কর্তনের আদেশ দেন। ওই আদেশ পাওয়ার পর বৃহস্পতিবার আদালতে সাক্ষ্য দিলেন অতিরিক্ত জেলা প্রশাসক।
উল্লেখ্য, ২০১৯ সালের ৭ মে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ফৌজদারী মামলায় সরকারী কর্মচারী সাক্ষ্য প্রদান করতে হাজির না হলে তাদের বেতন আটকে দেওয়ার পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর