আসছে ১৭ ফেব্রুয়ারী জনপ্রিয় কবি জীবনানন্দ দাশের ১২১ তম জন্মবার্ষিকী। 'মনের খোরাক' সংগঠন দিনটিকে স্মরণীয় করে রাখতে জীবনানন্দ উৎসবের আয়োজন করেছে। ইএমকে সেন্টারে জীবনানন্দ উৎসব বিকেল ৪ টায় শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত।
মনের খোরাক একটি বুদ্ধিবৃত্তিক সমাজের লক্ষ্যে শিক্ষা, মানসিক স্বাস্থ্য এবং বাংলা সংস্কৃতি নিয়ে কাজ করে। জীবনানন্দ উৎসবের সার্বিক পৃষ্ঠপোষকতায় রয়েছে নভেলটি ইন্জিনিয়ারিং করপোরেশন।
ধানমন্ডি সাতাশের মাইডাস সেন্টারের নবম তলায় বিকেল চারটে থেকে শুরু হবে জীবনানন্দ প্রেমীদের এ প্রাণের উৎসব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জীবনানন্দ গবেষক, পাঠক সমালোচকে মুখরিত এ উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি রাত আটটায় হলেও উৎসবে আগতদের হৃদয়ে এ আয়োজনের রেশ রয়ে যাবে বহু বছর।
বিডি প্রতিদিন/হিমেল