দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে খুলনায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। শনিবার বিকালে নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে খালেদা জিয়াকে কারাগারে আটক রেখেছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা খারাপ। তার বিদেশে চিকিৎসার প্রয়োজন। কিন্তু মুক্তি না দেওয়ায় তিনি বিদেশে চিকিৎসা নিতে পারছেন না। এ কারণে খালেদা জিয়াকে মুক্ত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, নগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সম্পাদক আমীর এজাজ খান, বিএনপি নেতা সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম।
বিডি প্রতিদিন/আল আমীন