রাজধানীর বেইলি রোড থেকে নকল ‘সুরকার সাজিদ সরকার’ কে গ্রেফতার করেছে ডিএমপির সাইবার নিরাপত্তা ও অপরাধ বিভাগ। শনিবার বিকেল ৩টায় তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তার আসল নাম মো. সবুজ সিকদার। তবে সে প্রায়ই ইমন হোসেন, নিরব আহম্মেদ সজিব, সাজিদ সরকার নামে পরিচয় দেয় এবং এ নামের ফেসবুক ব্যবহার করে।
গণমাধ্যমকে সাইবার নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বলেন, গ্রেফতার ব্যক্তি সংগীত পরিচালক এবং সুরকার সাজিদ সরকারের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে তার সুর করা গান ‘ছুয়ে দিলে মন’, ‘তাই তোমার খেয়াল’, ‘বুকের বাঁ পাশে’, ‘একটাই তুমি’ বা ‘ঝুম’ গানগুলো শেয়ার করে নিজেকে সাজিদ সরকার বলে প্রচার করতেন। তিনি ব্যক্তিগতভাবে বিভিন্ন মিডিয়ায় নিজেকে সাজিদ সরকার বলে পরিচয় দিত। এছাড়াও উঠতি বয়সের মডেল ও গায়িকাদের সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করে গানের মডেল অথবা গান গাওয়ার সুযোগ দেয়ার কথা বলে টাকা এবং অনৈতিক কাজের প্রস্তাব দিত।
তিনি আরও জানান, এ ঘটনায় আদাবর থানার একটি মামলা রয়েছে। রবিবার সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন