বরিশালে মওলানা ভাসানী পাঠাগারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিম্নবিত্ত পরিবারের ১০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে আর্যলক্ষ্মী ভবনের কীর্তনখোলা মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপকরণ বিতরন করেন মাওলানা ভাসানীর দৌহিত্র মনোয়ার হোসেন চৌধুরী মেরিন।
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মওলানা ভাসানীর দৌহিত্র মনোয়ার হোসেন চৌধুরী মেরিন।
মাওলানা ভাসানী পাঠাগারের প্রধান সংগঠক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মওলানা ভাসানী অনুসারী পরিষদের বরিশাল জেলা সভাপতি অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল এবং নগরীর রাহাত আনোয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শারমিন আক্তার।
সংগঠক নবীন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে লেখক রাজনীতিক আব্দুল মন্নানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
মওলানা ভাসানী পাঠাগারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার শেষ পর্যায়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা