করোনাভাইরাসকে কেন্দ্র করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা সিভিল সার্জনের আয়োজিত তিন সপ্তাহব্যাপী ‘হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০’ এর প্রথম সপ্তাহের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ২য় ও ৩য় সপ্তাহের কার্যক্রম অব্যাহত থাকবে। ১ম সপ্তাহে ১৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত জেলার শিক্ষা প্রতিষ্ঠাগুলোর শিক্ষার্থীদের টিকা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছিল।
১৬ মার্চ সোমবার বিকেলে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী।
উভয়ের পক্ষ থেকে জানানো হয়, করোনা ভাইরাসকে কেন্দ্র করে বাড়তি সতর্কতার জন্য দশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় প্রথম সপ্তাহের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ২য় ও ৩য় সপ্তাহে অর্থাৎ ২৮মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে কমিউটিনি টিকাদান কেন্দ্রের মাধ্যমে টিকা দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে পরবর্তি নির্দেশনা আসলে স্কুলের শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি ঘোষণা করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল