২ এপ্রিল, ২০২০ ১৬:২০

কুড়িগ্রামে করোনা সংক্রমণ রোধে সেনাবাহিনীর কঠোর তৎপরতা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে করোনা সংক্রমণ রোধে সেনাবাহিনীর কঠোর তৎপরতা

প্রতীকী ছবি

সারাদেশের ন্যায় কুড়িগ্রামে করোন ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব বজায় রাখা ও মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের কঠোর তৎপরতা শুরু হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় জেলা সদরের ত্রিমোহণী এলাকা ও চিলমারী উপজেলা থেকে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এসময় সেনা সদস্যরা সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ নিজ নিজ ঘরে থাকার পরামর্শ প্রদান করেন।

শহরের ত্রিমোহণী এলাকা থেকে খলিলগঞ্জ বাজার, জেলা পরিষদ, শাপলা চত্বর ও জিয়া বাজার এলাকায় সেনাবাহিনী এ টহল জোরদার করেন। পরে আরেক দফা বিকেল থেকে রাত পর্যন্ত এ অভিযান চলবে বলে সেনাবাহিনী জানায়।

এদিকে, সেনাটহল শুরু হওয়ায় মানুষের মাঝে দুরবর্তী স্থানে ও নিজ বাড়িতে চলে যান অনেকে এবং দোকান পাট বন্ধ করতে দেখা যায়। এসময় পুলিশ সদস্যরা শুরু থেকে স্থানীয় প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি এখন থেকে নিয়মিত সেনা সদস্যদের সহযোগিতা করবে বলে জানান পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম। 


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর