সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। রবিবার সকালে হেমায়েতপুর এলাকার হেমায়েতপুর-সিংগাইর মহাসড়কে বিক্ষোভ করেন তারা।
শ্রমিকদের অভিযোগ, গত ৩ মাসের বকেয়া বেতন পরিশোধ নিয়ে তালবাহানা করছে কর্তৃপক্ষ। আজ বেতন পরিশোধের কথা ছিল। এপ্রিলের শুরুতে বেতন পাওয়ার কথা থাকলেও করোনার অজুহাতে মাসের ১২ দিন পেরিয়ে গেলেও বেতন দিচ্ছেন না মালিক। কবে বেতন দেবে, তা এখনও অজানা।
এদিকে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ১৬ এপ্রিলের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে। যদিও এখন পর্যন্ত অধিকাংশ পোশাক কারখানায় বেতন দেয়ার প্রক্রিয়ায় শুরু হয়নি। এছাড়া মাসের ১২ দিন পেরিয়ে যাওয়ার পরও বেতন না পাওয়ায় শ্রমিকদের মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। পোশাককর্মীরা জানান, এপ্রিল মাসের ১২ দিন পেরিয়ে যাচ্ছে। কিন্তু মালিকরা বেতনের টাকা দিচ্ছে না। ফলে বাসা ভাড়া দিতে পারছেন না। ঘরে খাবার-দাবার ফুরিয়েছে, কিনতেও পারছেন না। দোকানপাট বন্ধ থাকায় বাকি আনারও সুযোগ নেই। প্রায় সবারই বেতন না হওয়ায় টাকা-পয়সা ধারও করতে পারছেন না।
বিডি প্রতিদিন/হিমেল