বরিশালে করোনা প্রতিরোধে সরকারি নির্দেশ বাস্তবায়নে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সরকারি নির্দেশ অমান্য করায় ৯টি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত অসহায় মানুষের মাঝে মাস্ক বিতরণ এবং করোনা বিষয়ে বিভিন্ন অলিগলিতে হ্যান্ড মাইকে জনসচেতনতা সৃষ্টি করেন।
মেট্রোপলিটন পুলিশের সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং মো. আতাউর রাব্বীর নেতৃত্ব এই পৃথক অভিযান পরিচালিত হয়।
মো. জিয়াউর রহমানের ভ্রাম্যমাণ আদালত নগরীর আমানতগঞ্জ, বেলতলা, বেলতলা খেয়াঘাট, কাউনিয়া, কাউনিয়া বিসিক এবং নাজির মহল্লা এলাকার মূল সড়কসহ অলিগলিতে ঢুকে করোনার ক্ষতিকর বিভিন্ন দিক এবং এই ভাইরাস থেকে বাঁচার উপায় হ্যান্ড মাইকে প্রচার করেন।
এ সময় মাস্কবিহীন প্রতিবন্ধী ও বয়স্কদের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি। অভিযানকালে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
অপরদিকে মো. আতাউর রাব্বীর ভ্রাম্যমাণ আদালত নগরীর রূপাতলী, সাগরদী ও বাংলাবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় করোনার হাত থেকে বাঁচতে সবাইকে নিজ নিজ ঘরে থাকতে উদ্বুদ্ধ করা হয়। অভিযানকালে সরকারি নির্দেশ অমান্য করে অপ্রয়োজীয় দোকান খোলা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ৪টি দোকান থেকে ২০ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া জনগণের চলাচল রোধ করতে নগরীসহ জেলার বিভিন্ন পয়েন্ট এবং মহাসড়কে চেকপোস্ট স্থাপন করেছে পুলিশ। এসব স্থানে তল্লাশি করা হচ্ছে বিভিন্ন যানবাহন।
বিডি প্রতিদিন/আল আমীন