বরিশালে করোনার কারণে কর্মহীন মানুষের মাঝ সিটি করপোরেশন এবং সদর আসনের এমপিসহ অন্যান্য জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। রবিবার সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের ১ হাজার ৭শ ৬০টি পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
সিটি মেয়র সাদিক আবদুল্লাহ জানান, নগরীর ৩০টি ওয়ার্ডের কর্মহীন ৪০ হাজার মানুষের তালিকা করে সবার ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ১৫ হাজার পরিবারে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল ওয়ার্ডে অন্যদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। নিম্ন আয়ের মানুষ ছাড়াও যারা হাত পাততে পারেন না সেইসব মানুষের তালিকা তৈরি করে তাদের ঘরেও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম প্রধানমন্ত্রীর নির্দেশে শুরু হয়েছে বলে জানান সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। তিনি সবাইকে নিজ নিজ ঘরে থাকার অনুরোধ জানান।
এদিকে রবিবার দুপুরে নগরীর আলকান্দা শহীদ আলতাফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় এলাকায় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।
অপরদিকে রবিবার দুপুরে মেহেন্দিগঞ্জের শ্রীপুর এবং পাতারহাট এলাকায় প্রায় ১ হাজার মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ ত্রাণ বিতরণ করেন।
এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির উদ্যোগে বরিশালে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন