বরিশালে করোনার প্রভাবে কর্মহীন অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত আছে। সোমবারও জেলা এবং মহানগরীতে দরিদ্রদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন জনপ্রতিনিধিসহ বিভিন্ন ব্যক্তি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।
সোমবার নগরীর ১৪ নম্বর ওয়ার্ডে ১ হাজার ৩০৫ পরিবার এবং ১৬ নম্বর ওয়ার্ডে ৫২০টি পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দেয় সিটি করপোরেশন।
জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার হিজলা-গৌরবদী ও মেমেনিয়া ইউনিয়নের ১ হাজার ২শ পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দেন বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পংকজ নাথ। ওই উপজেলায় মোট ৪০ হাজার পরিবারে ত্রাণ পৌঁছে দেওয়ার কথা জানান তিনি।
সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের হটলাইনে ফোন দেওয়া অসহায় মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার জেলার ৮৭টি ইউনিয়নে জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রায় ৩ হাজার পরিবারে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার কথা জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।
এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির উদ্যোগে বরিশালে ত্রান বিতরন অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন